নানা জল্পনা-কল্পনা ও প্রস্তুতির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রোববার (০৭ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে প্রচারণা শেষে এখন ভোটের অপেক্ষা করছেন প্রার্থী ও ভোটাররা। এবারের নির্বাচনে লড়ছে নয়টি প্যানেল। এছাড়া স্বতন্ত্র পদে একাধিক প্রার্থী ভোটারদের নজর কেড়েছেন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবছর কেন্দ্রে ৪৭১ জন প্রার্থী লড়ছেন। এরমধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন এবং নারী প্রার্থী ৬২ জন। এছাড়া ১৮টি হলের ১৩ পদের বিপরীতে ১ হাজার ৩৫ জন লড়ছেন। এরমধ্যে ছাত্র হলের ৮৫০ প্রার্থী এবং ছাত্রী হলে ১৮৫ জন প্রার্থী রয়েছেন। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং শেখ তানভীর বারী হামিম উদয়ন স্কুল কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া এ প্যানেলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ সিনেট ভবনের নিচতলায় অ্যালামনাই ফ্লোর কেন্দ্রে নিজের ভোট...