রাজধানীর খিলক্ষেতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর বিশেষ অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলিসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) পুলিশ সুপার সালমান নূর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ঢাকা রিজেন্সি হোটেলের সামনে ফুটওভার ব্রিজের নিচে র্যাবের বিশেষ চেকপোস্ট পরিচালনাকালে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মুন্সীগঞ্জের মো. গোলাম মাওলা কায়েছ (৫৭) ও মো. পিয়ার হোসেন (৪২), ঝিনাইদহের মো. নাসিম রেজা (৩০) এবং পাবনার মো. আবুল কালাম...