আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং ক্যাম্পাসের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল (মঙ্গলবার) নির্বাচন ঘিরে ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্যের পাশাপাশি সোয়াত টিম, ডগ স্কোয়াড, বিশেষায়িত টিম, সাদা পোশাকের ডিবি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমের সামনে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, “ডাকসু নির্বাচনকে ঘিরে কোনো শঙ্কা নেই। গত এক সপ্তাহ ধরে নানা কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করছি, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। প্রয়োজনে নিরাপত্তার মেয়াদ আরও বাড়ানো হবে।” তিনি...