২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। নানা আলোচনা-সমালোচনা ও আইনি প্রক্রিয়া শেষে আগামীকালের এ নির্বাচন পুরো দেশজুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জাতীয় নির্বাচনের পূর্বে এ নির্বাচনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিভিন্ন হিসেব নিকেশ ও বিচার বিশ্লেষণ। তবে গত ১৫ দিনে নানা শঙ্কা কাটিয়ে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেছেন ঢাবি প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর মাত্র আটবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরধ্যে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। দীর্ঘ ছয় বছর পর ২০২৫ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে সকাল আটটা থেকে। চলবে বিকেল চারটা পর্যন্ত। হলের বাইরে মোট আটটি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে সব...