ইউক্রেনের ওপর সবচেয়ে বড় বিমান হামলা চালানোর পর রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৮ সেপ্টেম্বর) কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। আগের দিন রোববার ভোরে রাশিয়া ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে চারজন নিহত এবং রাজধানী কিয়েভে সরকারি কার্যালয়ে আগুন ধরে যায়। হামলার পর ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি ‘সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন’ এবং মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘কঠোর’ মার্কিন প্রতিক্রিয়ার প্রত্যাশা করছেন। গত ১৫ আগস্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। রাশিয়া ইউক্রেনের ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। রোববারের (৭ সেপ্টেম্বর) হামলায় কিয়েভের প্রাণকেন্দ্রে মন্ত্রিসভা কমপ্লেক্সের ছাদ থেকে আগুনের শিখা উড়তে দেখা যায়। আড়াই বছরের...