০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম আন্তর্জাতিক মানব পাচারের একটি ঘটনায় পতিতাবৃত্তি চক্র থেকে পালিয়ে আসা ৩০ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে ভারতের বেঙ্গালুরুর হুলিমাভু থানা পুলিশ। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী নারীকে পতিতাবৃত্তির জন্য বেঙ্গালুরু শহরে পাচার করা হয়েছিল। রবিবার (৭ সেপ্টেম্বর) চক্রটির হাত থেকে পালিয়ে সাহায্যের জন্য হুলিমাভু থানায় আশ্রয় নেন তিনি। বাংলাদেশি ওই নারী পুলিশকে জানান, তাকে একটি চক্র মাসে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা বেতনে একটি বিউটি পার্লারে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকা থেকে অন্যদের সঙ্গে করে ভারতে নিয়ে যায়। ভুক্তভোগী ওই নারী এদিন প্রায় অর্ধ-চেতন অবস্থায় ছিলেন এবং চক্রের হাত থেকে পালিয়ে তিনি একজন ট্র্যাফিক পুলিশের কাছে সাহায্য চান। ট্র্যাফিক পুলিশকে তিনি বিষয়টি খুলে বললে তারা তাকে...