০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম চাঁদপুর জেলার একমাত্র সুইমিং পুল ৭বছর যাবত বন্ধ রয়েছে। এতে করে নদী বেষ্টিত এ জেলার শত শত শিশু-কিশোরা সাঁতার শেখা থেকে বঞ্চিত হচ্ছে। সুইমিং পুল রক্ষনা-বেক্ষণ না থাকায় খোলা আকাশের নীচে বৃষ্টির পানি জমে দূর্গন্ধযুক্ত হয়ে আছে। বিশ্বখ্যাত সাতারু ‘অরুন নন্দীর নামে সুইমিং পুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০০৭ সালে। সংস্কারের জন্য গত ৭ বছর এটি বন্ধ রয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন খুব শিগগিরই সংস্কার কাজ শেষ করে চালু করা হবে । শহরের আউটার স্টেডিয়ামে অবস্থিত চাঁদপুর জেলার একমাত্র সুইমিং পুলটির করুণ চিত্র। সন্ধ্যার পর মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। স্থানীয়রা জানালেন বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে ওই এলাকা। স্থানীয় লোকজন জানান, একসময় শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় মুখর থাকলেও এখন...