দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে প্রথমবারের মতো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ হিসেবে চালু হচ্ছে ব্রেইল পদ্ধতির ব্যালট। নির্বাচন কমিশন জানিয়েছে, সাতটি হল থেকে মোট ৩০ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর তালিকা পাওয়া গেছে, যারা ব্রেইল পড়তে সক্ষম। তাদের জন্য বিশেষ ব্যালট বুকলেট প্রস্তুত করা হয়েছে। ডাকসুর জন্য তৈরি ব্রেইল ব্যালট হবে ৩০ পাতার, বুকলেট আকারে সাজানো। প্রতিটি ব্যালটে শুরুতে সূচিপত্র থাকবে, যাতে শিক্ষার্থীরা সহজেই নির্দিষ্ট পদ খুঁজে নিতে পারেন। হল সংসদের জন্য ব্রেইল ব্যালট হবে তিন থেকে চার পাতার। ব্রেইল পদ্ধতিতে ভোট গ্রহণের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর বলেন, “ব্রেইল পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ একটি বড় পদক্ষেপ।...