উজান থেকে পানি আসায় বিপৎসীমা স্পর্শ করেছে কাপ্তাই বাঁধের পানি। এতে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে বাঁধের ১৬টি জলকপাট। এর ফলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে বাঁধের ১৬টি দরজা দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি বলেন, ‘হঠাৎ করে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যায়। দুপুর ২টা ৩০ মিনিটের পর ১০৮.৬৫ ফুট মীনস সি লেভেল অর্থাৎ বিপৎসীমা অতিক্রম করে। ২টা ৪৫ মিনিটে বাঁধের ১৬টি দরজা দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।’ চলতি বছরের গত...