সোমবার দুপুরে র্যাব সদর দপ্তরের ওয়ারেন্ট অফিসার জাফর ইকবাল বাদী হয়ে ওই দুটি মামলা দায়ের করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিয়মিত টহল ডিউটিতে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান করছিলেন। ওই সময় গোপন সংবাদে জানতে পারেন, শ্রীপুর উপজেলার বরমী (বরামা চৌরাস্তা) এলাকায় অবৈধ মাদকদ্রব্যের বড় চালান কেনাবেচা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে তাদের নির্দেশে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরামা চৌরাস্তায় পৌঁছে মোশারফের অটো গ্যারেজে অভিযান চালায় র্যাব। বরমী মধ্যপাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে মোশারফ হোসেন (৩৬) পালানোর চেষ্টা করলে তাকে একটি পিস্তলসহ গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতের প্ররোচনা ও উস্কানিতে আসামিরা দা, লাঠি, বল্লম, রামদা, লোহার রড, বাঁশের লাঠি...