দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এবার ব্যতিক্রমী আয়োজন ও বাড়তি প্রস্তুতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচনে ভোটারদের হাতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট পেপার—যা পূর্বের যেকোনো নির্বাচনের চেয়ে বড় পরিসরের। নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। আর ১৮টি হল সংসদে মোট ২৩৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন। সবমিলিয়ে একজন ভোটারকে ৪১টি ভোট দিতে হবে। ফলে এবারের নির্বাচনে সময় নিয়ে সতর্কভাবে ভোট দেয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। ভোটগ্রহণ চলবে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভোটাররা অপটিক্যাল মার্ক রিকগনিশন (OMR) শিটে নিজের পছন্দের প্রার্থীর নামের পাশে নির্দিষ্ট ঘরে ক্রস চিহ্ন (✗) দিয়ে ভোট প্রদান করবেন। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য থাকছে ব্রেইল পদ্ধতির...