সেপ্টেম্বর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে নেপালে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামীকাল দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ানোর কথা। কিন্তু হঠাৎ করে অশান্ত হয়ে পড়েছে নেপালের পরিস্থিতি। রাজধানী কাঠমান্ডুতে তরুণ প্রজন্মের প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সদস্যদের সহিংস সংঘর্ষে অন্তত ১০ জন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছে। এমন অবস্থায় ফুটবলারদের উদ্বিগ্ন পরিবারের সদস্য এবং ফুটবল ভক্তরা। নেপালে জাতীয় দলের নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, বাফুফে কাঠমান্ডুর পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। ফুটবলারদের নিরাপত্তাই সবার আগে। বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাঠমান্ডুর সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমাদের সকল সমর্থক ও ফুটবল পরিবারকে আশ্বস্ত করতে চাই, আমাদের দলের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের নিরাপত্তা নিশ্চিত...