শপথ নিয়েছেন রোকসানা খাতুন। জীবনে বেঁচে থাকলে আর কোন দিন মাদক সরবরাহের কাজে জড়াবেন না আর নিজেকে। জীবনের প্রথম কারাভোগের অভিজ্ঞতায় তিনি নিজেকে সৎ পথে চলার অঙ্গীরকার করলেন। তাই মাদকের মামলায় দুই বছর তিন মাস সাজা খেটে সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি। এরপর কারাফটকের সামনে তার হাতে তুলে দেয়া হয় একটি সেলাই মেশিন। রোকসানা মনে করেন এই সেলাই মেশিন দিয়ে আয় রোজগারের একটি নতুন পথ নতুন জীবন তিনি শুরু করবেন। এজন্য তিনি নীলফামারী প্রশাসনন ও কারা কর্তৃপক্ষ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোকসানা খাতুন (২৫)। বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ির কাশিয়াডাঙ্গা আশ্রয়ন এলাকায়। তার স্বামীর নাম আল মামুদ। স্বামীর সাথে জড়িয়ে পড়েছিলেন মাদক সরবরাহের কাজে। ২০১৬ সালের ১০ জুন রাজশাহী থেকে নীলফামারী এলাকায় নিয়ে এসেছিলেন ফেন্সিডিলের...