সরকারি বাহিনীর সঙ্গে জেন-জি বিক্ষোভকারীদের দিনভর সংঘর্ষে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল নেপাল-বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ ঘিরে, সেটাই সত্যি হয়েছে। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) ম্যাচটি স্থগিত করে দিয়েছে। অর্থাৎ এ যাত্রায় একটি প্রীতি ম্যাচ খেলেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। সরকারের দুর্নীতি, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে জেন-জি’র আন্দোলনে নেপালে সোমবার দিনটি ছিল একেবারেই অন্যরকম। শান্ত দেশটি হয়ে ওঠে অশান্ত। নিউ বানেশ্বরের পার্লামেন্ট ভবনের এলাকাসহ কাঠমান্ডুর বিভিন্ন স্থানে পুলিশ বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায়-দফায় সংঘর্ষ চলতে থাকে। স্থানীয় গণমাধ্যমে সন্ধ্যা সাতটা পর্যন্ত আসে সারা দেশে ১৯ জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর। পরিস্থিতির উত্তাপ বুঝে আনফার অফিসিয়ালরা সন্ধ্যার দিকে বসেন জরুরি মিটিংয়ে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের মনে হয়েছে, দশরথ স্টেডিয়ামে খেলোয়াড়, দর্শকের নিরাপত্তা দেওয়া এ মুহূর্তে সম্ভব নয়। এ কারণেই...