টিকটকের মাধ্যমে শুরু হওয়া প্রেম শেষ পর্যন্ত গিয়ে গড়াল বিষের বোতল হাতে অনশনে। মানিকগঞ্জের সিংগাইরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে এক তরুণীর বিষের বোতল হাতে অনশনের ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টিকটকের মাধ্যমে শুরু হওয়া এই প্রেমের পরিণতি এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধল্লা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎপাড়া গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে আল-আমিনের সঙ্গে একই ইউনিয়নের আঠালিয়া গ্রামের এক তরুণীর পরিচয় হয় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকলে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর অভিযোগ অনুযায়ী, গত দুই বছর ধরে আল-আমিন বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে বিভিন্ন স্থানে নিয়ে রাতযাপন করতেন। একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের পরও বিয়ে না করে হঠাৎ আজ ভোরে...