বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার সকাল) ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে আজ এক সংবাসদ সম্মেলনে বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি দলের পরিকল্পনা, মেসির উপস্থিতি, নিজের চুক্তি নবায়ন ও প্রতিপক্ষকে কথা বলেছেন “বিশ্বকাপ নিয়ে লিওর (মেসি) সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি। ওকে সময় নিতে হবে, শান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে—এইটুকুই জানি। এটা ওর প্রাপ্যও বটে। তাকে একা থাকতে দিতে হবে,” বলেন স্কালোনি। “ইকুয়েডর দারুণ খেলছে। তাদের দলে দুর্দান্ত সব ফুটবলার আছে। আমাদের জন্য কঠিন পরীক্ষা হবে। কুটি ও লিও নেই, তাই কিছু পরিবর্তন করতেই হবে। আরও কিছু খেলোয়াড়কে সুযোগ দিতে চাই, যারা কম খেলেছে তারাও প্রমাণের সুযোগ পাওয়ার দাবিদার,” যোগ করেন আর্জেন্টাইন কোচ। “লিও না থাকায় কাল ওটামেন্ডিই নেতৃত্ব দেবে। তার অবদান শুধু মাঠেই নয়, পুরো...