রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে বামপন্থি শিক্ষার্থীদের জোট ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্র পরিষদের (একাংশ) সভাপতি রাকিব হোসেন।বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ নিয়ে এই প্যানেল করা হয়েছে।প্যানেলের সহসভাপতি (ভিপি) হিসেবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. কাউছার আহম্মেদ, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) নাসিম সরকার নির্বাচনে অংশ নেবেন।এ ছাড়া সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে লড়াই করবেন তারেক আশরাফ, সহকারী সম্পাদক, মহিলা বিষয়ক শ্রেয়সী রায়; সম্পাদক, তথ্য ও গবেষণা মো. হাসান শাহরিয়ার খন্দকার আলিফ; সহকারী সম্পাদক, তথ্য ও গবেষণা মো. সজীব আলী সহকারী সম্পাদক;...