জুঁই ফুলের মালা সঙ্গে রাখায় বিপাকে পড়লেন মালয়ালম অভিনেত্রী নব্যা নায়ার। অস্ট্রেলিয়ার মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ১,৯৮০ অস্ট্রেলীয় ডলার, অর্থাৎ প্রায় ১ লাখ ১৪ হাজার রুপি জরিমানা গুনতে হয়েছে। তবে অস্বস্তিকর এই ঘটনার পরও অভিনেত্রী বিষয়টিকে একটি ‘শিক্ষণীয় অভিজ্ঞতা’ হিসেবে দেখছেন।ঘটনার পর ইনস্টাগ্রামে মাথায় জুঁই ফুলের মালা গুঁজে একটি ভিডিও শেয়ার করেন নব্যা। সঙ্গে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লিখেছিলেন, “জরিমানা দেওয়ার ঠিক আগের নাটক!” তবে কিছুক্ষণ পরই তিনি ক্যাপশনটি মুছে দেন।ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নব্যা সম্প্রতি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় মালয়ালি অ্যাসোসিয়েশন আয়োজিত ওনাম উদযাপনে যোগ দিতে যান। সেখানেই নিজের সঙ্গে ঘটে যাওয়া এই অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।অভিনেত্রীর পরিবার জানিয়েছে, কোচি থেকে যাত্রা শুরুর সময় নব্যার বাবা তার জন্য জুঁই ফুলের মালা কিনেছিলেন। সিঙ্গাপুরে যাওয়ার পথে একটি মালা তিনি খোঁপায় গুঁজে...