প্রতিষ্ঠাকালীন শেয়ারধারীদের কাছ থেকে জোর করে শেয়ার নেওয়া হয়েছিল বলে জানান রেজাউল হক। শেয়ার ফেরত পেতে তারা আদালতে রিট করেছেন। এখন বিষয়টি আদালতে বিচারাধীন (রুল জারি হয়েছে)। তাই সরকার বা বাংলাদেশ ব্যাংক আদালতের বিষয় উপেক্ষা করে একীভূত করার উদ্যোগ নিতে পারবে না। বাংলাদেশ ব্যাংক যে পাঁচটি রুগ্?ণ ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে, তাতে এসআইবিএলকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ইসলামী ব্যাংকের সঙ্গে মিশিয়ে বৃহৎ ইসলামি ব্যাংক গঠনের পরিকল্পনা আছে। সরকারও প্রাথমিকভাবে নতুন ব্যাংকের জন্য ২০ হাজার ২০০ কোটি টাকা মূলধন দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে। পরে এটি ৩৫ হাজার ২০০ কোটি টাকায় বৃদ্ধি পাবে। এসআইবিএলের উদ্যোক্তারা বলেন, ‘প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারধারীদের হাতে ব্যাংক পরিচালনার দায়িত্ব দিলে ব্যাংক দ্রুত পুনরুজ্জীবিত হবে। তাদের অভিযোগ, বর্তমানে বাংলাদেশ ব্যাংক উদ্যোক্তাদের...