চট্টগ্রাম:সংঘর্ষে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মামুন মিয়াকে হাঁটানোর বিষয়টি নিয়ে এবার বিবৃতি দিলেন পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (৮ সেপ্টেম্বর) দুই শিক্ষার্থীকে নিয়ে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি তুলে ধরা হয়। সম্প্রতি মামুনকে হাঁটানোর একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা তৈরি হয়েছিল, সেটিকে চিকিৎসার ‘স্বাভাবিক অংশ’ বলে বিবৃতিতে উল্লেখ করেন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। বিবৃতিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ইসমাইল হোসেনের বক্তব্যে উল্লেখ করা হয়, রোগীকে দ্রুত হাঁটাচলা করানোকে আমরা উৎসাহিত করি।হাঁটতে পারাটা সুস্থ হয়ে ওঠার লক্ষণ। এতে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে এবং দীর্ঘক্ষণ শুয়ে থাকার কারণে বেডসোর বা কিডনির সমস্যার মতো জটিলতা এড়ানো যায়। চিকিৎসক ইসমাইল আরও বলেন, ইমতিয়াজকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার জ্ঞানের মাত্রা ছিল মাত্র ৪ এবং সে পরিপূর্ণ শকে...