সরকারের দুর্নীতি, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেয়ায় জেন-জিদের আন্দোলনে উত্তাল নেপাল। বিক্ষোভের প্রভাব পড়েছে নেপাল ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচের ওপর। অস্বাভাবিক পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে ম্যাচটি। সোমবার সন্ধ্যায় বিজ্ঞপ্তিতে ম্যাচ বাতিলের খবর জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বলেছে, ‘নেপালের বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ এবং নেপালের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে।’ এর আগে খেলোয়াড়দের টিম হোটেলে নিরাপদে থাকার কথা জানিয়েছে বাফুফে। বলেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাঠমান্ডুর সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমাদের সকল সমর্থক ও ফুটবল পরিবারকে আশ্বস্ত করতে চাই, আমাদের দলের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা স্থানীয় কর্তৃপক্ষ, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) এবং বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’ ‘দল নিরাপদ রয়েছে এবং তারা বর্তমানে টিম হোটেলে সুরক্ষিত আছে।...