ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নির্বাচনে আমাদের বা সরকারের কোন প্রার্থী নেই। বুলবুল এবং তামিম ভাই দু’জনেই ক্রিকেটের লিজেন্ড। তাদের যোগ্যতা ও দক্ষতা প্রমাণিত। এবারই প্রথম রাজনীতির বাইরে দুই যোগ্য ক্রিকেট ব্যক্তিত্ব বিসিবি’র সর্বোচ্চ ক্ষমতাধর পদের জন্য লড়ছেন, এটা ক্রীড়াঙ্গণের জন্য সুসংবাদ। এরকম যোগ্য সব প্রার্থী নির্বাচনে অংশ নিলে দেশের ক্রিকেট প্রশাসনে সুবাতাস বইবে। সোমবার ৮ সেপ্টেম্বর দেশের সিনিয়র ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি ও এক সময়ের ক্রীড়া সাংবাদিক আবুল কালাম আজাদ মজুমদার ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব কাজী নজরুল ইসলাম। তাদের সঙ্গে বিসিবি সভাপতি ও বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম সভায় প্রবেশ করতেই ক্রীড়া সাংবাদিকদের মাঝে শুরু...