কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র-জনতার সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন দৈনিক সময় কণ্ঠস্বর পত্রিকার জেলা প্রতিনিধি সাব্বির হোসেন (২৭)। রোববার ৭ সেপ্টেম্বর বিকেলে আহত সাংবাদিক কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি হাসিবুল হোসেন শান্ত (৩০) সহ অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে সাব্বির হোসেন হাসপাতালের ভেতরে আন্দোলনের সংবাদ সংগ্রহ করছিলেন। দুপুরে কয়েকজন শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়ার সময় হাসিবুল হোসেন শান্ত ও তার সহযোগীরা হঠাৎ তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং দাবি তোলে আগে তাদের বক্তব্য নিতে হবে। সাংবাদিক সাব্বির অনুরোধ করেন সাক্ষাৎকার শেষে তাদেরও বক্তব্য নেওয়া হবে। এ সময় ক্ষিপ্ত হয়ে হাসিবুল...