নেপালের তরুণেরা ক্ষুব্ধ। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো প্রথম সারির সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তরুণ নেপালিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে নিজেদের ভেতরে জমে থাকা হতাশা প্রকাশ করে, বন্ধুদের সাথে সংযুক্ত হয় এবং বিশ্বের বাকি অংশের সাথে তাল মিলিয়ে চলে। তারা ইতিমধ্যেই দেশের শোচনীয় স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা এবং ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতি নিয়ে বিরক্ত ও উদ্বিগ্ন–এমনকি অনেকেই দেশে কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল না। তাদের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা এই প্ল্যাটফর্মগুলোতে নিষেধাজ্ঞা আরোপ তাদের হতাশা আরও বাড়িয়ে তুলবে। গত কয়েক দিনে এই সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা ‘নেপো কিডস’-এর প্রতিও তাদের ক্ষোভ প্রকাশে উদ্বুদ্ধ করেছে। এই ‘নেপো কিডস’ হলো বিশিষ্ট রাজনীতিকদের সেইসব সন্তান, যারা তাদের নিজেদের কোনো অর্জনের জন্য নয়, বরং তাদের মা‑বাবার...