খোঁপায় জড়ানো জুঁই ফুল। হাতব্যাগও জুঁইয়ের ঘ্রাণে সুরভিত। অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার সময় এমন সাজেই ছিলেন দক্ষিণী অভিনেত্রী নব্যা নাইয়া। কিন্তু অস্ট্রেলিয়ার বিমানবন্দরে পা রাখতেই বিপাকে পড়লেন তিনি। এমনকি স্থানীয় ঐতিহ্যের এই সাজপোশাকের কারণে তাঁকে লক্ষাধিক রুপি জরিমানাও গুনতে হলো! মোলবোর্নে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ার উদ্দেশেই সেদেশে পাড়ি দিয়েছিলেন এই মালয়ালম অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, অস্ট্রেলিয়ায় বসবাসকারী মালয়ালি সম্প্রদায়ের পক্ষে ‘ওনম’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই অস্ট্রেলিয়ায় যান তিনি। রওনা হওয়ার সময় নব্যার বাবা তাঁকে একটি জুইঁ ফুলের মালা উপহার দিয়ে বলেন—সেখান থেকে অর্ধেকটা খোঁপায় সাজিয়ে বাকিটা হাতব্যাগে রাখতে। নব্যা করেনও তাই। কিন্তু ফুলের প্রতি এমন ভালোবাসাই যে বিদেশের মাটিতে তাঁকে বিপদে ফেলবে, সেটা কে জানত! মেলবোর্ন বিমানবন্দরে পা রাখতেই সেদেশের ‘বায়ো...