শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা না: বঙ্গবীর NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। টাঙ্গাইল:কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, সরকারকে বলছি, যারা আন্দোলন করে শেখ হাসিনাকে পতন ঘটিয়ে ছিলেন তাদের বলছি, শেখ হাসিনার পতন আর মুক্তিযোদ্ধার পতন এক কথা না।শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা না, শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা না। তিনি বলেন, এই জিনিসগুলো কেউ কেউ বুঝতে চাচ্ছেন না।যারা চব্বিশে বিজয়ী হয়েছেন, তারা যদি এখন এভাবে ব্যর্থ হয়, ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না, সেটা আমার ভয়।সোমবার (৮ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরে তার নিজ বাসা সোনার বাংলাতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা...