বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জয়জয়কার চলছে। এমন কোনো বিষয় নেই, যা এই প্রযুক্তি জানে না। কিন্তু এআই প্রযুক্তি কাজে লাগিয়ে ভুয়া ছবি তৈরি করে অনলাইনে প্রকাশ করছেন অনেকে। কৃত্রিমভাবে তৈরি এসব ছবি কাজে লাগিয়ে প্রতারণার ঘটনাও ঘটছে। নিরাপদ থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি শনাক্তের পদ্ধতি জেনে নেওয়া যাকঅদ্ভুত বা বিকৃত আঙুল ও হাতএআই দিয়ে তৈরি ছবি শনাক্ত করার সবচেয়ে সহজ ও সাধারণ উপায় হচ্ছে ছবিতে থাকা মানুষের হাত ও আঙুল ভালোভাবে লক্ষ করা। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে প্রায়ই আঙুলের সংখ্যা, আকার বা আকৃতি সঠিকভাবে থাকে না।অনেক সময় দেখা যায়, ছবিতে মানুষের হাতে ছয়টি আঙুল বা অস্বাভাবিকভাবে বাঁকা ও বিকৃত আঙুল রয়েছে। হাতের আকৃতিও অনেক সময় অসামঞ্জস্যপূর্ণ থাকে। আঙুল বা মানুষের অঙ্গের অস্বাভাবিক বিকৃতি দেখা গেলে বুঝতে হবে...