এখন প্রশ্ন উঠছে—নেপালে কি সত্যিই আরেকটি ‘জুলাই আন্দোলন’ শুরু হলো? নাকি এটি কেবল সাময়িক ক্ষোভ, যা দমনমূলক ব্যবস্থায় থেমে যাবে? উত্তর সময়ই দেবে। তবে স্পষ্ট হয়ে গেছে, নতুন প্রজন্ম তাদের কণ্ঠস্বর তুলে ধরতে শুরু করেছে। সেই কণ্ঠস্বর উপেক্ষা করা নেপালের রাজনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।এমনকি অনেকে বলছেন, বিক্ষোভ দমনে জোর প্রয়োগ ও ছাত্রদের লাশের মিছিল দীর্ঘ হলে কেপি শর্মা অলির পরিণতি...