মো. ইমদাদুল ইসলাম, যবিপ্রবি ||রাইজিংবিডি.কম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এটি অসংখ্য শিক্ষার্থীর জীবনের স্বপ্ন পূরণের মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নেন, ভর্তি হন বিভিন্ন বিভাগে। শত সীমাবদ্ধতা ও সামাজিক পরিস্থিতি মোকাবিলা করে নিজেদের স্বপ্নকে সত্যি করার পথচলায় তাদের রয়েছে অদম্য ইচ্ছাশক্তি। রাইজিংবিডিকে এ পথচলায় সঞ্চিত নানা অভিজ্ঞতার গল্প শুনিয়েছেন যবিপ্রবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। ধৈর্যশীলরা ব্যর্থ হয় নাআরো পড়ুন:ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, স্কুলে অভিভাবকদের বিক্ষোভ বেরোবি শিক্ষার্থীর পায়ের উপর দিয়ে গেল পিকআপ ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, স্কুলে অভিভাবকদের বিক্ষোভ আমি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার এক গ্রামের ছেলে। শৈশব থেকেই হোস্টেল জীবন শুরু। সেখানেই শিখেছি সংগ্রাম আর স্বপ্নের অর্থ। প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় গিয়ে কোচিং জীবনের...