ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের একেবারেই ভুলে ভরা দিন কাটে। ৩৪২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হেরে শুধু নয়, ম্যাচ শেষে জরিমানার মুখেও পড়তে হয়েছে তাদের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ সোমবার (০৮ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকা দলকে শাস্তি দিয়েছে স্লো ওভার রেটের কারণে। রবিবারের ম্যাচে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য পূরণ করতে পারেনি; মাত্র এক ওভারের জন্য পিছিয়ে পড়ায় আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ অনুযায়ী পুরো দলকে ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হয়। তবে এ জন্য কোনো শুনানি হয়নি। কারণ অধিনায়ক টেম্বা বাভুমা শাস্তি মেনে নিয়েছেন।আরো পড়ুন:নওয়াজের হ্যাটট্রিসহ পাঁচ উইকেট শিকারে পাকিস্তান চ্যাম্পিয়নশেষ ম্যাচে ইংল্যান্ডের ইতিহাস গড়া জয় নওয়াজের হ্যাটট্রিসহ পাঁচ উইকেট শিকারে পাকিস্তান চ্যাম্পিয়ন তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা নামার আগে সিরিজ নিশ্চিত করেছিল তারা। প্রথম দুই ম্যাচেই ছিল দাপুটে...