দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইতোমধ্যে প্রথম ম্যাচটি সম্পন্ন হলেও, দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা জেগেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা ও সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ জানিয়ে আজ (সোমবার) তীব্র আন্দোলনে নেমেছে নেপালের ছাত্র-জনতা। এই বিক্ষোভে ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকেই। আর এই ঘটনার জেরেই কাঠমান্ডুতে স্থগিত করা হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। মূলত এই বিক্ষোভের ঘটনা ঘটেছে কাঠমান্ডুর নয়া বানেশ্বরে। যা বাংলাদেশের অনুশীলনের ভেন্যু থেকে খুব বেশি দূরে নয়। দশরথ রঙ্গশালা স্টেডিয়াম থেকে নয়া বানেশ্বরের দূরত্ব প্রায় সাড়ে ৪ কিলোমিটার। তবে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর হোটেল ছেড়ে মাঠের অনুশীলনে যেতে পারেনি জামালরা। দুটি স্থান কাছাকাছি হওয়ায় ফুটবলারদের নিরাপত্তার কথা চিন্তা করেই বাংলাদেশের অনুশীলন বাতিল...