০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাকসু) নির্বাচন হতে যাচ্ছে। তফসিল ঘোষণার পর থেকেই ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। কিন্তু এর মাঝেই সামনে এসেছে রাকসু ভবন ও হল সংসদ কক্ষগুলোর অবকাঠামোগত বেহাল দশা—যা নিয়ে শিক্ষার্থী মহলে উঠেছে নানা প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পেছনে অবস্থিত রাকসু ভবনে এখন নেই কোনো নামফলক। বর্তমানে এর কক্ষগুলো দখল করে আছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। ফলে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটি রাকসু ভবন। শিক্ষার্থীদের অভিযোগ, “৩৫ বছর পর রাকসু নির্বাচন হলেও ভবনের রুমে নেই চেয়ার-টেবিল, বসার জায়গা, এমনকি ভবনের সঠিক পরিচয় জানানোর মতো নামফলকও।” রাকসুর পাশাপাশি আবাসিক হলগুলোর ছাত্র সংসদ কক্ষও বিলুপ্ত। বিশ্ববিদ্যালয়ের ১১টি ছেলেদের হল ও ৬টি মেয়েদের হলে কোনো সংসদ...