জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে জাবি বাগছাস সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেলের জিএস প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়ামের বিরুদ্ধে। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের গেস্টরুমে ৪০-৫০ জন শিক্ষার্থীকে নিয়ে মিটিং করেছেন বলে নিশ্চিত করেন হলের একাধিক শিক্ষার্থী। অথচ নির্বাচনী আচরণবিধির ৭(খ) ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে নির্বাচন কমিশনের অনুমতি ব্যতীত ২৫ জনের অধিক মানুষের একসঙ্গে জমায়েত হওয়া যাবে না। আবাসিক হলটির শিক্ষার্থীরা জানান, জিএস প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম হলের গেস্টরুমের দরজা বন্ধ করে ২৫ জনের বেশি ভোটারের উপস্থিতিতে ভোট চাচ্ছেন, নির্বাচনী ক্যাম্পেইন করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আবাসিক হলটির একজন নিরাপত্তারক্ষী বলেন, ‘গতকাল রাতে গেস্টরুমে কিছু মামা (শিক্ষার্থী) একত্রিত হয়ে মিটিং করছিল। পরে তারা...