নেপালে জেন-জিদের আন্দোলনে উদ্ভুত সহিংস পরিস্থিতির কারণে মঙ্গলবার নেপাল-বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। সারা কাঠমান্ডু জুড়ে ছাত্র-জনতার সঙ্গে আইন শৃংখলাবাহিনীর ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে সোমবার সকাল থেকে। তাই আগামীকাল প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য বাংলাদেশ দলের শেষ অনুশীলনপর্ব বাতিল করা হয়। সন্ধায় জরুরী সভায় বসে সরকার ও নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তারা। সেখানে ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে দুপুরে ম্পূযাচর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজ নিজ দলের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ও নেপাল দলের কোচ ও খেলোয়াড়রা। যদিও তার আগে থেকেই মিলছিল কাঠমান্ডুর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথে হাজার হাজার ছাত্র-জনতার জড়ো হওয়ার খবর। একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছিল তখন। বাংলাদেশ দলের জন্য...