অভিজ্ঞ ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবারের এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আশার কথা শুনিয়েছেন। তার মতে, এবারের টুর্নামেন্ট হতে পারে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য নিজেদের প্রমাণ করার টুর্নামেন্ট। অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম দলে নেই। হার্শার মতে, এখন লিটন দাসের নেতৃত্বে নতুন প্রজন্মের খেলোয়াড়দের এগিয়ে আসার সময় এসেছে। নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ দলের পরিবর্তন নিয়ে কথা বলেন ভোগলে। তিনি বলেন, ‘সবসময় শ্রীলঙ্কা, আফগানিস্তান আর বাংলাদেশ একই গ্রুপে পড়ে। গ্রুপটা বেশ জমজমাট। আমি বাংলাদেশকে দেখছিলাম। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের যুগ পার হয়ে এটা তাদের বড় পরিবর্তন। লিটন দাসের নেতৃত্বে এই দল কীভাবে নিজেদের মেলে ধরে, সেটাই দেখার বিষয়। ’ বাংলাদেশকে এশিয়া কাপে ভালো করতে হলে তরুণ ক্রিকেটারদের পারফর্ম করতে হবে বলে মনে করেন ভোগলে। তিনি...