নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে গত এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬ হাজার ৫৭৬ কোটি টাকা। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, গত ১৫ বছরে মন্ত্রণালয়কে যেভাবে রেখে গিয়েছিল অতীতের সরকার সেখানে মন্ত্রণালয়ের অগ্রগতি ছিল মাত্র ৯ পার্সেন্ট। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই মন্ত্রণালয়ের কার্যক্রমে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাফল্য এসেছে প্রায় ৯০ পার্সেন্ট। মন্ত্রণালয়ের এই সাফল্য আনার পেছনে যারা কঠোর পরিশ্রম করে গেছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। নৌ পরিবহন উপদেষ্টা বলেন, অতীতের সরকার অনেক ইউজ লেস প্রকল্প নিয়েছিল। তার কয়েকটি বাতিল করা হয়েছে। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম মোংলা...