নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ৮ সেপ্টেম্বর, ২০২৫, ২০:০২:১৫ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত আহাম্মদপুর শাখা'র উদ্যোগে জশনে জুলুছ পালিত হয়েছে।সোমবার সকাল ১১ টার দিকে আহাম্মদপুর জামেয়া তাহেরিয়া হাবিবিয়া নূর সুফিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ থেকে আনন্দ শোভা যাত্রা বের করে আহমেদপুর গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জামেয়া তাহেরিয়া হাবিবিয়া নূর সুফিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জশনে জুলুছে প্রিয় নবী (সা.)-এর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন, প্ল্যাকার্ড ও নাতে রাসুল পরিবেশন করা হয়।এ সময়, জামেয়া তাহেরিয়া হাবিবিয়া নূর সুফিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবুল বাশার বাছির সওদাগর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়...