ম্যানচেস্টার সিটি ও নরওয়ের স্ট্রাইকার আর্লিং হলান্ড গোলপোস্টের সামনে হতে পারেন মেশিন, তবে সেই মেশিনই অদ্ভুত এক দুর্ঘটনার শিকার হয়েছেন। নরওয়ের হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালনকালে বাসের দরজা মুখে লেগে তার ঠোঁটের ডানদিকের নিচে ছেদন দেখা দিয়েছে, যা সেলাই ছাড়া ঠিক হবে না।২৪ বছর বয়সী হলান্ড নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন, যেখানে ঠোঁটের নিচে কাটের চিহ্ন স্পষ্ট। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাসের দরজার সঙ্গে ধাক্কা খেলাম, ৩টি সেলাই ।’নরওয়েজিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি বাস থেকে নামার সময় লাগেজের দরজার সঙ্গে মুখের ধাক্কা খান। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এই আঘাত গুরুতর নয়।জার্সিতে নাম পাল্টালেন হলান্ডহলান্ড দুর্ঘটনাকে হালকাভাবে নিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় ছেদকে ‘দেখতে ভালো’ বলেও মজা করে মন্তব্য করেছেন।নরওয়ে দলের পরবর্তী ম্যাচ বিশ্বকাপ বাছাইপর্বের অংশ হিসেবে মঙ্গলবার মোল্ডোভার বিরুদ্ধে হবে। গত বৃহস্পতিবার...