সবঠিক থাকলে আগামী মাসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। যেখানে লড়াই করার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুল। এই দুজনের মধ্যে তামিম বিএনপির পক্ষ থেকে লড়াই করবেন বলে জানিয়েছেন বিসিবির সাবেক সভাপতি ও বিএনপির সাবেক এমপি আলী আসগার লবি। এরপরই ক্রিকেট পাড়ায় প্রশ্ন উঠেছে তাহলে আমিনুল ইসলাম বুলবুল কি সরকারের প্রার্থী? তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পরিষ্কার জানিয়েছেন বিসিবি নির্বাচনে সরকার কোনো পক্ষে নেই। সোমবার (৮ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আসিফ মাহমুদ বলেন, দুজনের নাম শোনা যাচ্ছে তারা সবাই ক্রিকেটার, এটি একটি ভালো দিক। সরকার চায় নিয়ম মেনে বিসিবি নির্বাচন হোক। এখানে সরকার কোনো পক্ষে নেই। আগে তো একজনকে নিয়েই নির্বাচন হতো, এখন তো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব...