ঢাকা : সংগীতের তাল, লয়, ছন্দের মাধুরি ছড়িয়ে দেশের অগণিত মানুষকে সুরের সমুদ্রে নিমজ্জিত করেছেন কিংবদন্তি গানের পাখি সাবিনা ইয়াসমিন।মিষ্টি সুরের যাদুকরী কণ্ঠের কারণে দেশের কোকিলকণ্ঠী গায়িকা হিসেবেও নিজেকে সফলতার সর্বোচ্চ শিখরে উন্নীত করেছেন এই ‘লিভিং লেজেন্ড’। মায়াবী কণ্ঠের সুষমায় সংগীত অনুরাগীদের হৃদয়ের সবটুকু দখল করে শুধু নিজেকেই নয়, এ দেশের সংগীতকে আন্তর্জাতিক পরিমণ্ডলেও মাথা উঁচু করে তুলে ধরেছেন কোটি ভক্তের হৃদয়ের কম্পন, গানের পাখি সাবিনা ইয়াসমিন।গত ৪ সেপ্টেম্বর ছিল সুরের রাণী সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন। শিল্পীর জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আয়োজনে ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সংস্কৃতির আঁতুড়ঘর হিসেবে খ্যাত বাংলাদেশ শিল্পকলা একাডেমি।রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।‘শুধু গান গেয়ে পরিচয়’ শীর্ষক একক সংগীতানুষ্ঠান, নাচ, তথ্যচিত্র...