আইডি গায়েবের অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। উমামা তার ফেসবুক আইডিতে নিজেই এ বিষয়ে একটি পোস্ট করেছেন। একই অভিযোগ তুলেছেন প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এসএম ফরহাদ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার অ্যাটাক করা হচ্ছে। কয়েকজনের আইডি ইতোমধ্যে সাসপেন্ডেড। অনেকের আইডি একটু পরপর লগআউট হয়ে যাচ্ছে। আল্লাহ সহায়।’ এর আগেও একই ধরনের অভিযোগ করেছিলেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী...