ঢাকা : বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ‘দাবাং’ শুধু তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্টই ছিল না, ছিল বলিউডের মূলধারায় এক বিপ্লবী মোড়। ২০১০ সালে মুক্তি পাওয়া এই সুপারহিট সিনেমার ঝলমলে সাফল্যের আড়ালে যে সম্পর্কের টানাপোড়েন, ক্ষমতার রাজনীতি এবং শিল্পের প্রতি অবহেলা লুকিয়ে ছিল, তা এবার সাহসিকতার সঙ্গে প্রকাশ্যে আনলেন পরিচালক অভিনব কাশ্যপ।সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শুধু সালমানের ব্যক্তিত্বই নয়, গোটা খান পরিবারের ইন্ডাস্ট্রি-নিয়ন্ত্রণের কৌশলকে তীব্র ভাষায় তুলাধোনা করেন পরিচালক।অভিনব কাশ্যপ বলেন, সালমান খান এবং তার পরিবার বলিউডে স্টার সিস্টেমের ভিত্তি গড়ে তুলেছে, যা এখন এক প্রকার অদৃশ্য শাসনব্যবস্থা। ‘দাবাং’ পরিচালক বলেন, ওরা প্রতিশোধপরায়ণ। আপনি যদি ওদের তালে না তাল মিলিয়ে চলেন, ওরা আপনাকে টার্গেট করবে। ৫০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকা এ পরিবার পুরো প্রক্রিয়াটাই নিয়ন্ত্রণ করে। এটা শুধু ক্ষমতার খেলা...