চট্টগ্রাম চেম্বারের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরীকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার এক বছর পূর্ণ হওয়ায় সরকারের অনুমোদনক্রমে নূরীকে এই নিয়োগ দেয়া হলো। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বাণিজ্য সংগঠন আইন-২০২২ এর ১৭ ধারা মোতাবেক জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়, ৯ সেপ্টেম্বর ২০২৫ থেকে চলমান নির্বাচন কার্যক্রম সম্পন্ন না করা পর্যন্ত ‘দি চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি- এর প্রশাসক হিসেবে নির্দেশক্রমে নিয়োগ করা হলো।’ এদিকে সোমবার সকালে আনোয়ারা পাশার অপসারণ দাবিতে বৈষম্যবিরোধী ব্যবসায়ী ফোরামের ব্যানারে চট্টগ্রাম চেম্বারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সকালে বিক্ষোভ ও বিকেলে তাকে সরিয়ে দেয়ার খবর আসায় আন্দোলনকারী ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন। আরও পড়ুনআরও পড়ুনচট্টগ্রাম...