০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম গাজা সিটিতে ইসরায়েলি দখলদার বাহিনীর (আইওএফ) আক্রমণ প্রচেষ্টার বিরুদ্ধে আরও মারাত্মক অভিযান চালাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা সিটির জাইতুন এলাকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি দখলদার বাহিনীর তিনটি মার্কভা ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে। আল-কাসসামের মতে, এই অভিযানটি জাইতুন এলাকার দক্ষিণে সালাহ আল-দিন মসজিদ ও জাইতুন ক্লিনিকের আশেপাশে চালানো হয়। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা ডজনখানেক প্রতিরোধ যোদ্ধা এই অভিযানের সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, আল-কাসসাম জানায়, তারা জাইতুনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ৮ নম্বর সড়কে একটি ‘ইয়াসিন ১০৫’ রকেট-চালিত গ্রেনেড ও একটি ‘শাওয়ায’ বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে আরও একটি মার্কভা ট্যাংক ও একটি ডি৯ সামরিক বুলডোজারে আঘাত হেনেছে।আল-কাসসাম একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তারা উত্তর...