বাফুফের পাঠানো সেই বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, স্থানীয় কর্তৃপক্ষ, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (ANFA) এবং বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং দলের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।কাঠমুন্ডুর হোটেলে অবরুদ্ধ জামালরাএর আগে বাফুফে মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, ‘দলের অনুশীলন বেলা তিনটায় দশরথ স্টেডিয়ামে নির্ধারিত ছিল। খেলোয়াড়রা হোটেল লবিতে আসার পর জানতে পারি স্টেডিয়ামের আশপাশে শিক্ষার্থীরা এলাকা অবরোধ করেছে, ফলে অনুশীলনে যাওয়া সম্ভব হয়নি। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’দল বুধবার প্রি-ম্যাচ সংবাদ সম্মেলনও হোটেলে অনুষ্ঠিত করেছে। প্রথম প্রীতি ম্যাচটি শনিবার সম্পন্ন হয়েছে; দ্বিতীয় প্রীতি ম্যাচ মঙ্গলবার হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা নেই বললেই চলে।বাফুফে অনুরোধ করেছে— সমর্থকরা শান্ত থাকুন এবং অফিসিয়াল সূত্র থেকে প্রকাশিত তথ্যের জন্য অপেক্ষা করুন। পরিস্থিতি স্বাভাবিক না...