নেপালে সরকারের দুর্নীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার বিরুদ্ধে ‘জেন-জি’ বিক্ষোভে বলপ্রয়োগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)। আজ সোমবার এক বিবৃতিতে কর্তৃপক্ষকে অবিলম্বে অতিরিক্ত বলপ্রয়োগ বন্ধ করতে এবং তরুণ প্রজন্মের উদ্বেগকে গুরুত্ব সহকারে সমাধানের আহ্বান জানিয়েছে কমিশন। নেপালি সংবাদমাধ্যম হিমালায়া টাইমস বলছে, এনএইচআরসি নিশ্চিত করেছে যে, কাঠমান্ডু, পোখারা, বুটওয়াল, চিতওয়ান, বিরাটনগর, রাউতাহাট, সুনসারি, ঝাপা এবং ডাঙ্গে খাকা তাদের পর্যবেক্ষণ দলগুলো মাঠপর্যায়ে কাজ করার সময় সহিংসতার শিকার হয়েছে। বিক্ষোভকারীরা ফেডারেল পার্লামেন্টের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, জলকামান, কাঁদানে গ্যাস এবং গুলি ব্যবহার করে। এতে ডজন খানেক মানুষ নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। এনএইচআরসি নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের বিনামূল্যে চিকিৎসার দাবি জানিয়েছে। একই সাথে, নিহতদের পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ এবং একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে এনএইচআরসি।...