দীর্ঘ ছয় বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি বেছে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন শিক্ষার্থীরা। আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। প্রায় ৪০ হাজার ভোটারের জন্য আটটি কেন্দ্রে ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি)। ডাকসুর ভোট উপলক্ষে রাজধানীতে যান চলাচলে ডিএমপি বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল (মঙ্গলবার) ৯ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন...