নিজস্ব প্রতিবেদক: সংকটে থাকা অন্যান্য শরিয়াহভিত্তিক ব্যাংকের সঙ্গে একীভূত করার সরকারি সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর অংশীজনরা। তাদের দাবি, এ পদক্ষেপ গ্রাহক ও বিনিয়োগকারীদের স্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। আজ সোমবার (০৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংকের শেয়ারহোল্ডার, সাবেক পরিচালক ও কর্মকর্তারা এই বিরোধিতা জানান। সংবাদ সম্মেলনে ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. মেজর (অব.) এম রেজাউল হক অভিযোগ করে বলেন, “এক সময় বন্দুকের নলের মুখে আমাদের ব্যাংক দখল করা হয়েছিল। এখন আবার এটিকে সরকারি খাতে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের কোনো অপরাধ নেই। তাই কোনো অবস্থাতেই এই ব্যাংক হস্তান্তর করা যাবে না। আমরা ইতোমধ্যে আদালতে রিট করেছি, সেটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ ধরনের সিদ্ধান্ত কার্যকর হতে পারে না।” প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী বলেন, “ব্যবসায়ীরা...