ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। এর আগের দিন সোমবার (৮ সেপ্টেম্বর) ‘গুরুতর’ অভিযোগ করেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেছেন, ‘নির্বাচন ঘিরে ভুয়া আইডি কার্ডের মাধ্যমে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া ভোটের লাইনে জট সৃষ্টি করে ভোট আটকানো ও প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম আইডি অচল করে দেওয়ার চেষ্টাও চলছে।’সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচন ও শিক্ষার্থীদের নিরাপত্তায় নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।সংবাদ সম্মেলনে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান উমামা ফাতেমা। তিনি বলেন, “মঙ্গলবার আমাদের ভোটাররা যখন কেন্দ্রের মধ্যে থাকবেন, সেই কেন্দ্রে ভোটারদের আইডি কার্ড দেখে ‘সন্দেহভাজন ব্যক্তি’ পাওয়া গেলে তাদের আইডি কার্ড পরীক্ষার...