এশিয়া কাপ বাছাই পর্বের আগে নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে হিমালয়ের দেশে আছে বাংলাদেশ ফুটবল দল। প্রথম ম্যাচে ড্র হলেও সমান তালে লড়াই করেছে দুদল। দ্বিতীয় ম্যাচ জেতার জন্য আশাবাদী বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দ্বিতীয় ম্যাচের আগেই সে কথাই জানালেন স্প্যানিশ এ কোচ। কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শনিবার স্বাগতিকদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লাল-সবুজের দল। হামজা চৌধুরী, সামিত সোম এবং ফাহমিদুলদের ছাড়া নিজের দেখাশোনাটাও বেশ ভালো হয়েছে ক্যাবরেরার। দুই দলই ম্যাচে স্পষ্ট কোনো সুযোগ তৈরি করতে পারেনি। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে নামার আগে সোমবার সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের কোচ। সংবাদ সম্মেলনে ক্যাবরেরা বলেছেন, ‘আমি অনেক উচ্ছ্বাসিত। বলতে পারেন, শক্তিশালী প্রতিপক্ষ নেপালের বিপক্ষে মুখোমুখি হতে পেরে। আমি মনে করি প্রথম ম্যাচটি খুবই প্রতিযোগিতামূলক ছিল, ঠিক যেমনটা আমরা আশা করছিলাম এবং যেমনটা...